বাগেরহাটের মোরেলগঞ্জ সন্ন্যাসী বাজার সংলগ্ন নদীতে এমভি বলেশ্বর নামে একটি ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়া ট্রলারটিতে মুদি মালামালসহ কোটি টাকার পণ্য ছিল। বুধবার (৩ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

ট্রলারের ম্যানেজার সান্টু মাঝি বলেন, ভোররাতে খুলনার বড়বাজার থেকে কাউখালীর উদ্দেশ্যে ছেড়ে সকাল ৯টার দিকে সন্ন্যাসী পৌঁছায় আমাদের ট্রলারটি। পরবর্তীতে নোঙর করা অবস্থায় একদিকে কাত হয়ে ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারে দুটি ফ্রিজ, ডিজেল, চাল, ডাল, চিনি, মুদি দোকানের মালামালসহ প্রায় এক কোটি টাকার পণ্য ছিল। এসব পণ্য সন্ন্যাসী, তুষখালী, কাউখালী ও মঠবাড়িয়া বাজারে নামানোর কথা ছিল।

সন্ন্যাসী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার বলেন, হঠাৎ ডুবে যাওয়ায় ট্রলারের বেশ কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। মালামাল উদ্ধারে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা কাজ করছেন।

তানজীম আহমেদ/আরএআর