বাঘের আক্রমণ আহত হরিণ সুন্দরবনে অবমুক্ত
বাঘের আক্রমণে আহত হয়ে লোকালয়ে চলে আসা একটি মায়া হরিণকে (বার্কিং ডিয়ার) চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বুধবার (৩ আগস্ট) দুপুরে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশে হরিণটিকে অবমুক্ত করে বন বিভাগ।
এর আগে গত সোমবার সন্ধ্যায় বাঘের আক্রমণের শিকার হয়ে লোকালয়ে চলে আসে হারিণটি। বাঘের থাবায় হরিণটির ডান শিং, ডান পা ও ডান পাশের পেছনের রানের ওপর মারাত্মক ক্ষত হয়েছিল। পরে সুন্দরবন সংলগ্ন মোংলা উপজেলার বরইতলা গ্রামের আ. মান্নানের বাড়ি থেকে আহত হরিণটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
সুন্দরবন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, বাঘের থাবায় আহত হরিণটিকে চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হয়েছে। হরিণটি মোটামুটি সুস্থ আছে। মায়া হরিণটির বয়স ৪-৫ বছর হবে।
তানজীম আহমেদ/এসকেডি
বিজ্ঞাপন