সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি/ ঢাকা পোস্ট

মাদারীপুরের চরকালীকাপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত মো. মতলেব (৬৫) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়। নিহতের ভাগিনা আব্দুল মালেক ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মামা (মতলেব) বাসা থেকে বের হন। এরপর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার রাতেই তাকে ঢামেকে পাঠানো হয়। 

নিহতের প্রতিবেশী রেজাউল জানান, মতলেব কৃষিকাজ করতেন। রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় মারাত্মক আঘাত পান। ডাক্তার জানান, মোটরসাইকেলের ধাক্কায় মতলেব মাথায় আঘাত পান। তার বুকের পাঁজরের হাড়ও ভেঙেছে।

নিহতের ছেলে নাছির বলেন, আমরা তিন ভাইবোন। আমি সবার বড়। আমি প্রাইভেটকার চালাই। শুক্রবার সকালে কাজে বের হই আমি। বেলা ১১টার দিকে আব্বার অ্যাকসিডেন্টের খবর পাই। মোটরসাইকেলসহ একজনকে পুলিশ ফাঁড়িতে আটক করেছে বলে শুনেছি।

এইচকে