ফাইল ছবি

হঠাৎ করেই সারা দেশে বৃদ্ধি করা হয়েছে জ্বালানি তেলের দাম। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষের পাশাপাশি বাস-মালিকরা। 

জানা গেছে, শুক্রবার (০৫ আগস্ট) রাত ১২টা পর্যন্ত শরীয়তপুরে বিভিন্ন পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে ২০০ টাকা ও বাসগুলোতে ৫০০ টাকার বেশি তেল দেয়নি। এরপরও স্বাভাবিক রয়েছে শরীয়তপুরের যানবাহন চলাচল। তবে আজ দুপুর ১২টার পর সিদ্ধান্ত আসবে বলে আন্তঃজেলা বাস ও মিনিবাস মালিকের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার সকালে মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেছেন আন্তঃজেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বেড়েছে। এতে করে গাড়ি প্রতি গড়ে দৈনিক তিন থেকে চার হাজার টাকা বেশি লাগবে। আমরা দেশের বিভিন্ন জায়গায় কথা বলেছি। এজন্য আমরা দুপুর ১২টার দিকে সিদ্ধান্ত নেব ভাড়া বাড়বে কি না। তবে আমাদের জেলায় আন্তঃজেলা বাস চালাচল স্বাভাবিক রয়েছে। 

সৈয়দ মেহেদী হাসান/এসপি