মা বেঁচে নেই। বাবা রাগ করায় ঘর ছেড়ে চলে এসেছে দুই ভাই। বর্তমানে তারা ফরিদপুর শহরের ২ নং পুলিশ ফাঁড়িতে রয়েছে। তারা তাদের নাম বলতে পারলেও ঠিকানা ঠিকভাবে বলতে পারছে না।

তারা দুজন হলো- রাসেল (০৮) ও রবিউল (০৭)। শনিবার (০৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তারা ট্রেনে করে ফরিদপুর আসে। তাদের রেলস্টেশনের পাশে একটি গাছের নিচে বসে কাঁদতে দেখে এলাকার এক তরুণ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

সত্যতা নিশ্চিত করে ওই পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুনীল কর্মকার ঢাকা পোস্টকে বলেন, শিশু দুটি জানিয়েছে, ছোটবেলায় তাদের মা মারা গেছে। বাবা রাগ করায় অভিমানে তারা বাড়ি ছেড়ে চলে এসেছে। তারা এখন বাড়ি ফিরে যেতে চায়।

তিনি বলেন, তবে সমস্যা হচ্ছে শিশু দুটি তাদের প্রকৃত ঠিকানা বলতে পারছে না। একেক সময় একেক জায়গার কথা বলছে।

ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, শিশু দুটি বাবার নাম জসিম শেখ বলেছে। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকায়। ঠিকানা হিসেবে আবার কখনো বলছে ঢাকা, কখনো গাজীপুরের কালীগঞ্জ। তবে তারা জানিয়েছে, তাদের বাবা কালীগঞ্জ এলাকায় ভ্যান চালায়। শিশু দুটি এখন আমাদের হেফাজতে রয়েছে। তাদের অভিভাবক কাউকে পেলে তার হাতে বুঝিয়ে দেওয়া হবে।

পুলিশ জানায়, শনিবার সকালে তারা ঢাকার দিক থেকে বাসযোগে মাওয়া হয়ে ভাঙ্গা এসেছে। পরে ট্রেনে করে   ফরিদপুর স্টেশনে এসে নামে। স্থানীয় সিয়াম নামে এক তরুণ এলাকার অন্য কয়েক তরুণের সহায়তায় শিশু দুটিকে ফাঁড়িতে নিয়ে আসে। শিশু দুটি আলী হাসান একাডেমি নামে শিক্ষাপ্রতিষ্ঠানে দ্বিতীয় ও প্রথম শ্রেণিতে পড়ে।

সিয়াম জানায়, শিশু দুটিকে হারিয়ে কত কষ্টে আছে ওদের আত্মীয় স্বজন। যত দ্রুত শিশু দুটি তাদের বাড়ি ফিরে যেতে পারবে ততই ভালো। ওরা বাড়ি ফিরে যেতে পারলে আমার চেষ্টা স্বার্থক হবে।

জহির হোসেন/এসপি