জ্বালানি তেলের দাম বাড়ায় ট্রাক ভাড়া বাড়ানোর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তিন দিন ধরে চলা ট্রাক ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ধর্মঘট প্রত্যাহার করেন ট্রাক মালিকরা। এর ফলে পণ্য পরিবহন স্বাভাবিক হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৬ আগস্ট থেকে ট্রাক ভাড়া বাড়ানোর দাবিতে আশুগঞ্জ মোকাম থেকে ধান পরিবহন বন্ধ রাখে ট্রাক মালিক-শ্রমিকরা। এতে করে গত তিন দিন পরিহন সংকটের কারণে মোকাম থেকে ধান কেনেননি চালকল মালিকরা। ফলে প্রতিদিন অন্তত ৪ কোটি টাকার ধান বেচাকেনা ব্যাহত হয়েছে।

ধর্মঘট নিয়ে সোমবার দুপুরে ট্রাক মালিক ও চালকল মালিক সমিতির নেতাদের নিয়ে বৈঠকে বসে উপজেলা প্রশাসন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস জানান, দুই ঘণ্টার বৈঠক শেষে ট্রাকের ভাড়া ধানের বস্তা প্রতি দেড় টাকা থেকে দুই টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিকেল সাড়ে ৪টা থেকে ধর্মঘট প্রত্যাহার করে পণ্য পরিবহন শুরু হয়েছে। 

আরএআর