নেত্রকোণা শহরের বড় স্টেশন এলাকায় মোবাইল ফোনের টাওয়ারের ওপরে উঠে অবস্থান করছিল মোহাম্মদ বিশ্বাস (১২) নামে এক মাদরাসাছাত্র। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে অবশেষে দীর্ঘ ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) দুপুরে জেলা শহররের সাতপাই বড় রেলস্টেশন এলাকায় টাওয়ারের ওপর থেকে অক্ষত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে নেত্রকোণা ফায়ার সার্ভিসের লোকজন।

মোহাম্মদ বিশ্বাস কলমামাকান্দা উপজেলার মনতলা গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে। সে শহরের সাতপাই ওই মোবাইল টাওয়ার সংলগ্ন মাদরাসাতুল আরকাম মাদরাসায় হিফজ বিভাগে লেখাপড়া করে। 

নেত্রকোণা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ভোরে গ্রামীণ ফোনের টাওয়ারের ওপরে উঠে দাঁড়িয়ে থাকে মোহাম্মদ বিশ্বাস। পরে স্থানীয় লোকজন টাওয়ারের ওপরে তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের যৌথ সহযোগিতায় দীর্ঘ ছয় ঘণ্টা উদ্ধার অভিযানের পর তাকে টাওয়ারের ওপর থেকে নিরাপদে নামিয়ে আনা হয়। পরে উদ্ধার কর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে সুস্থ রয়েছে। তবে এখনো এ ঘটনার কারণ জানা যায়নি।

জিয়াউর রহমান/আরএআর