১৫ আগস্ট পর্যন্ত বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ
আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ১৭ আগস্ট আওয়ামী লীগের বিক্ষোভকে ঘিরে নাশকতার আশঙ্কায় সতর্কতা অবলম্বন করছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোরশেদ আজম বাকি বিল্লাহ।
বিজ্ঞাপন
তিনি বলেন, মন্ত্রণালয়ের বৈঠকে আমাদেরকে ১৫ তারিখ পর্যন্ত নাশকতার আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে। আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। কেউ যদি একটা নাশকতা করে বসলো, তখন বাখরাবাদ গ্যাস কোম্পানির ভাবমূর্তির পাশাপাশি দেশের ভাবমূর্তি জড়িয়ে আছে। আমাদের পর্যাপ্ত লোকবল নেই, তবুও আমার পরিচিত যারা আছেন, তাদের কাছে সতর্কতার ম্যাসেজ পাঠাচ্ছি। আবার কারও বিষয়ে ম্যাসেজ এলে আমরা এড্রেস দিচ্ছি। আমাদের লোকজন কাজ করছে। আজকে ১১ আগস্ট তো চলেই গেল, আর তো কয়েকটা দিন। ১৫ তারিখের পর আবার সবকিছু আগের মতোই স্বাভাবিক থাকবে।
এদিকে, গ্যাস কর্তৃপক্ষের এমন সতর্কতা ঘিরে কুমিল্লাজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্যাস কর্তপক্ষের রেড অ্যালার্ট জারি বলে পোস্ট করছেন অনেকেই। যদিও এটাকে রেড অ্যালার্ট বলছে না বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির দাবি, মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্তের পর নাশকতা রোধে সতর্কতা অবলম্বন করা হচ্ছে, এটা রেড অ্যালার্ট নয়।
বিজ্ঞাপন
এমএএস