কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই মাঝি নিহতের ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) নিহত আবু তালেবের স্ত্রী তৈয়বা খাতুন বাদি হয়ে উখিয়া থানায় মামলা করেন। 

আসামিরা হলেন, জামতলী ১৫নং ক্যাম্পের জাফর আলমের ছেলে মাহামুদুল হাসান (২৭), মৃত সোনা আলীর ছেলে সাহ মিয়া (৩২), তার ভাই আবুল কালাম ওরফে জাহিদ আলম (২৫), মৃত রশিদ আহম্মেদের ছেলে জাফর আলম (৫৪) ও তার ছেলে মো. সোয়াইব।

এজাহারে উল্লেখ করা হয়েছে, পূর্ব শত্রুতার জেরে এই জোড়া খুন করা হয়েছে। স্থানীয় আবুল কাশেমের ছেলে সাবমাঝি রেজাউল আলম, জাফর হোসেনের ছেলে সাবমাঝি মো. ইয়াছিন এবং ইসমাঈলের ছেলে (ভলান্টিয়ার) নুর মোহাম্মদ জড়িত রয়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নিহত আবু তালেবের স্ত্রী তৈয়বা খাতুনের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়। এ পর্যন্ত এজাহারভুক্ত তিনজন আসামি গ্রেপ্তার হয়েছে। ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তার করা হবে।

মামলার সত্যতা নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানান, বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ। 

মঙ্গলবার (৯ আগস্ট) দিবাগত রাত পৌনে বারোটার দিকে ক্যাম্প-১৫ এর সি-৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে সন্ত্রাসীদের গুলিতে ২ রোহিঙ্গা নেতা নিহত হন। তারা হলেন- ক্যাম্প-১৫ ব্লক-সি/১ এর আব্দুর রহিমের ছেলে হেড মাঝি আবু তালেব (৪০) এবং সি/৯ এর ইমাম হোসেনের ছেলে সাব ব্লক মাঝি সৈয়দ হোসেন (৩৫)।

সাইদুল ফরহাদ/ওএফ