নওগাঁ সদর হাসপাতালের সিঁড়ি থেকে চার দিনের এক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে হাসপাতালের চতুর্থ তলা থেকে ওই শিশুকে উদ্ধার করেন হাসপাতালের ওয়ার্ডবয় রাজু হোসেন।

হাসপাতাল থেকে জানা যায়, রোববার রাত ৮টার দিকে নতুন ভবনের চতুর্থ তলার সিঁড়িতে শিশুর কান্না শুনে ভিড় করে মানুষ। সেসময় হাসপাতলের ওয়ার্ডবয় রাজু হোসেন সিঁড়ির কাছে গিয়ে নবজাতককে উদ্ধার করে। শিশুটির শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। তিনি শিশুর স্বজনদের না পেয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে (পঞ্চম তলা) ভর্তি করেন। পরে এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

হাসপাতালের সিনিয়র স্টার্ফ নার্স সাজিয়া সমজদার বলেন, উদ্ধারের পর শিশুটিকে তাৎক্ষণিক অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। শিশুটির চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটি ৪-৫ দিন বয়সী হবে। শিশুটির দিকে আমরা বিশেষ নজর দিচ্ছি। থানায় জানানোর পর শিশুর নিরাপত্তার জন্য এক নারী পুলিশ সদস্যকে হাসপাতালে শিশুটির সঙ্গে রাখা হয়েছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, হাসপাতাল থেকে ঘটনাটি জানানোর পর রাতেই সেখানে পুলিশের একটি টিম পাঠিয়েছি। শিশুকে দেখভালের জন্য এক নারী কনস্টেবলকে হাসপাতালে রেখেছি। প্রাথমিকভাবে কাউকে এখনো শনাক্ত করা যায়নি। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে অজ্ঞাত শিশুর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

এসপি