বগুড়ার শাজাহানপুরে নিজের খোঁড়া কবর থেকে ১০ ঘণ্টা পর মিজানুর রহমান রনি (২২) নামে এক  ইউটিউবারকে আটক করেছে পুলিশ। এ সময় তার ভাই আবু হাসান মিলনকেও (২৫) আটক করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) সকালে উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা ওই এলাকার মোকছেদ আলীর ছেলে। কবরের অভিজ্ঞতা ইউটিউবে শেয়ার করার জন্য কবরে প্রবেশ করেছিলেন মিজানুর রহমান রনি। 

শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার রাত ১১টার দিকে সবার অজান্তে মিজানুর রহমান রনি কবর খুঁড়ে প্লাস্টিকের বড় পাইপে ওপর থেকে ফ্যানের বাতাস ও লাইট জ্বালিয়ে ভেতরে প্রবেশ করেন। সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে গিয়ে কবর খুঁড়ে সকাল ১০টার দিকে রনিকে বের করা হয়। সেখান থেকে রনি ও তার বড় ভাই মিলনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। 

ওসি আরও জানান, তারা তিন ভাই মেধাবী শিক্ষার্থী। রনি চার বছর মেয়াদি ডিপ্লোমা পাস করেছে। তারা বিভিন্ন বিষয়ে ভিডিও করে ইউটিউবে শেয়ার করেন। তারই ধারাবাহিকতায় কবরের অভিজ্ঞতা সম্পর্কে ইউটিউবে শেয়ার দেওয়ার জন্য কবরে প্রবেশ করেছিল। 

আরএআর