কুমিল্লায় আ.লীগ নেতাদের বাধায় বিএনপির কর্মসূচি পণ্ড
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বাধার মুখে পণ্ড হয়েছে। সোমবার (২৯ আগস্ট) সকালে জেলার দাউদকান্দি পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপির বেশ কয়েকজন নেতা জানান, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদের অংশ হিসেবে সোমবার সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল দাউদকান্দি উপজেলা ও দাউদকান্দি পৌরসভা বিএনপি। চারদিক থেকে যখন বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে ঠিক তখনই দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর নেতৃত্বে বিএনপির কর্মসূচি ঠেকাতে জড়ো হয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিনের নেতৃত্বে শ্রমিক লীগের নেতা-কর্মীরা দাউদকান্দি টোল প্লাজায় অবস্থান নেয়। এছাড়া পৌরসভার বিশ্বরোডে উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. সোহেল রানা, কুমিল্লা উত্তর জেলা মহিলা যুব-লীগের সভাপতি সিমিন চৌধুরী ও পৌরসভা আওয়ামী যুবলীগের সদস্য মুরাদ চৌধুরী সুমনের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেন।
এদিকে গৌরীপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা নোমান সরকারের অনুসারীরা, ইলিয়টগঞ্জে অবস্থান নেয় মৎস্যজীবী লীগ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকমান হোসেনের অনুসারীরা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহীদনগরে অবস্থান নেয় সুন্দলপুর ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা আসলাম মিয়াজী চেয়ারম্যানের অনুসারীরা।
বিজ্ঞাপন
উপজেলার প্রতি এলাকার মোড়ে মোড়ে বিএনপির নেতা-কর্মীদের প্রতিহত করার জন্য আ.লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের শত শত নেতা-কর্মী অবস্থান নেন। পরে ঝামেলা এড়াতে বিএনপির নেতা-কর্মীরা পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে সভাস্থল ত্যাগ করে চলে যান।
দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ নেতা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, বিএনপির একটি কর্মসূচির কথা শুনেছিলাম। তবে কী কারণে তারা কর্মসূচি পালন করেনি, তা আমার জানা নেই।
এসপি