এক কাঁঠাল ২ হাজার টাকা!
একিন আলীর ভ্রাম্যমাণ ফলের দোকানে কাঁঠালও শোভা পাচ্ছে
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাসস্ট্যান্ড। বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘেঁষেই একিন আলীর ভ্রাম্যমাণ ফলের দোকান। দোকানে বিভিন্ন জাতের মৌসুমী ফলের সমাহার। বেল, পেঁপে, পেঁয়ারার সঙ্গে জায়গা করে নিয়েছে জাতীয় ফল কাঁঠাল।
জাতীয় ফল কাঁঠালের রাজধানীখ্যাত গাজীপুর হলেও মৌসুম না থাকায় সবার দৃষ্টি এখন ওই কাঁঠাল ঘিরে। দোকানে থাকা বিভিন্ন সাইজের কাঁঠালের মধ্যে মাঝারি সাইজের কাঁঠালটির দাম হেঁকেছেন দুই হাজার টাকা। মধ্যবিত্তরা অসময়ে কাঁঠালটি ছুঁয়ে দেখলেও পকেটের দিকে তাকিয়ে ফিরে যাচ্ছেন।
বিজ্ঞাপন
একিন আলী জানান, ছেলে আলম ঘুরে ঘুরে আশপাশের গ্রামের কৃষকদের কাছ থেকে বিভিন্ন জাতের ফল সংগ্রহ করে দোকানে আনে। বিভিন্ন কাজের জন্য এ এলাকায় আসা ব্যবসায়ী, চাকরিজীবী, শিল্পপতিদের কাছে কেমিকেলমুক্ত ফলের বেশ চাহিদা রয়েছে। শহরে আপেল, কমলা, মাল্টা পাওয়া গেলেও গ্রামের কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা ফলের চাহিদা বেশি থাকায় দামও ভাল পাওয়া যায়। তারাই মূলত এ ফলের ক্রেতা।
তিনি আরও জানান, সদর উপজেলার পিরুজালী গ্রামের একজন কৃষকের কাছ থেকে মাঝারি সাইজের আটটি কাঁঠাল সাত হাজার টাকায় কেনা হয়েছে। কাঁঠালের ভরা মৌসুমে এই কাঁঠালগুলো ৫শ টাকায় পাওয়া যেত। মাঝারি সাইজের একটি কাঁঠাল ২ হাজার টাকা দাম হাঁকছেন তিনি। এর কিছু কম হলেও ছেড়ে দিবেন বলে জানান তিনি।
বিজ্ঞাপন
স্থানীয় একটি কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা শফিউদ্দিন কাঁঠালটি হাতে নিয়ে ওজন করে দেখলেন। কিন্তু দাম শুনে কথা না বাড়িয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেন। তিনি বলেন, ভরা মৌসুমে এ রকম একটি কাঁঠালের দাম সর্বোচ্চ একশ টাকা। কিনতে না পারলেও কাঁঠালটি দেখে তিনি খুব খুশি।
এসপি