৭ ঘণ্টার অভিযানেও পাওয়া যায়নি রাজস্ব কর্মকর্তার মরদেহ
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭ ঘণ্টার অভিযানে এখনও খুঁজে পাওয়া যায়নি বেকুটিয়া ফেরিঘাট থেকে নিখোঁজ হওয়া সাতক্ষীরার সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিষয়টি জানিয়েছেন বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি টিম লিডার হুমায়ূন কবির।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস জানিয়েছে, কঁচা নদীর বেকুটিয়া ফেরিঘাট এলাকায় আজ সকাল সাড়ে ৭টা থেকে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান আবারও শুরু হয়েছে। বৃহস্পতিবার নিখোঁজের পর রাত ১১টা থেকে ২টা পর্যন্ত অভিযান চালিয়েও মরদেহ না পেয়ে ফিরে আসে ফায়ার সার্ভিস। ৪ জনের একটি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে। মরদেহ খুঁজে পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
নিখোঁজের মামা মাজেদুল হক জানান, ভাগ্নে কাফি অফিস শেষ করে বাড়িতে ফিরছিলেন। হঠাৎ দুর্ঘটনার স্বীকার হয়ে তার তো বাড়িতে ফেরা হলো না। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখনও খুঁজছে। আমরা মরদেহ পাওয়ার অপেক্ষায় আছি।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি টিম লিডার হুমায়ূন আহমেদ বলেন, পিরোজপুরের কঁচা নদীতে অতিরিক্ত পরিমাণে স্রোত থাকায় মরদেহ খুঁজে পেতে কষ্ট হচ্ছে। ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত বলা যাবে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তারা ফায়ার সার্ভিসের কার্যক্রমে সহযোগিতা করছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সার্কেল-২ এর সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ হীল কাফি কচা নদীতে বেকুটিয়া ফেরিঘাট এলাকায় পানিতে পড়ে নিখোঁজ হন।
আবীর হাসান/আরআই