পার্বত্য জেলা রাঙ্গামাটিতে চলমান ৩২ ঘণ্টার হরতাল স্থগিত ঘোষণা করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভাকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ডাকা হরতাল ৯ ঘণ্টা পালনের পর স্থগিত করা হলো। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে হরতাল স্থগিতের ঘোষণা দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবর রহমান।

স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তিনি জানান, বুধবার (৭ সেপ্টেম্বর) ভূমি কমিশনের ডাকা সভা স্থগিতসহ ৭ দফা দাবিতে আমরা ৩২ ঘণ্টা হরতালের ঘোষণা দিয়েছিলাম। কিন্তু হরতাল চলাকালে দুপুর ১টায় আমরা সংবাদ পাই যে কমিশন সভা স্থগিত করেছে। কমিশন যেহেতু সভা স্থগিত করেছে সেহেতু জনগণের ভোগান্তির কথা চিন্তা করে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা হতে আমরা হরতাল স্থগিত করছি। 

কাজী মুজিবর রহমান আরও বলেন, আমরা এ ব্যাপারে সর্বদাই সজাগ দৃষ্টি রেখে চলেছি। কমিশন যদি কোনো ধরনের লুকোচুরির মাধ্যমে আবারো সভা আহ্বানের চেষ্টা করে, তবে আমরা তা আন্দোলনের মাধ্যমে প্রতিহত করব।
 
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. হাবীব আজম, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক আসমা মল্লিক, সাংগঠনিক সম্পাদক লাভলী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। 

এর আগে দুপুরে এক স্মারক বিজ্ঞপ্তির মাধ্যমে ভূমি কমিশনের সভা স্থগিত করার সিদ্ধান্ত নিশ্চিত করেন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব মোহাম্মদ নেজাম উদ্দিন।

মিশু মল্লিক/আরএআর