চুয়াডাঙ্গায় নিজের পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামে এ ঘটনা ঘটে। শাহিন ওই গ্রামের আনসার ক্যাম্পপাড়ার মকছেদ আলীর ছেলে। 

শংকরচন্দ্র ইউনিয়নের ইউপি সদস্য শওকত আলী ঢাকা পোস্টকে বলেন, শাহিন নিজ বাড়িতে হাঁস, মুরগিসহ কবুতর পালন করেন। মাঝে মধ্যে বেজি এসে কবুতর ও মুরগি ধরে নিয়ে যেত। এ কারণে তিনি জাল দিয়ে মুরগি, হাঁস ও কবুতর ঘর ঘিরে রাখেন। 

দুপুরে কবুতর ধরতে আসলে জালে বেজি আটকে যায়। এ সময় বেজিকে লাঠি দিয়ে মারতে গেলে বিদ্যুতের তারে আঘাত লেগে তারটি ছিঁড়ে নেটের ওপর পড়ে। এতে ফাঁদ পাতা জালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন শাহিন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

প্রতিবেশী রাজন বলেন, বেজির অত্যাচারে অতিষ্ঠ হয়ে হাঁস, মুরগি, কবুতর রক্ষায় বাড়ির চারদিকে জাল দিয়ে ফাঁদ পাতেন শাহিন। এতে বিদ্যুতের সংযোগ দেন। আজ ওই ফাঁদে বেজি ধরা পড়লে ভুলে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন শাহিন। পরে স্থানীয়দের সহযোগিতায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, শাহিন বিভিন্ন এলাকায় বিস্কুট বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার স্ত্রী ও দুই ছেলে-মেয়ে রয়েছে। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবাইদা জামান জয়া ঢাকা পোস্টকে বলেন, শাহিনকে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

আফজালুল হক/আরএআর