এলজি-বাটারফ্লাই শোরুমের যে কোনো পণ্য কিনলে ৮ শতাংশ ছাড়ের মিথ্যা বিজ্ঞাপন দেওয়ায় পটুয়াখালীতে এলজি-বাটারফ্লাই শোরুমকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম নেতৃত্বে পটুয়াখালী সদর রোডের এলজি-বাটারফ্লাই শোরুমে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণার কথা স্বীকার করেছে শোরুম কর্তৃপক্ষ।

পটুয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, ক্রেতাদের অধিক ছাড়ের কথা বলে পণ্যে ৮ শতাংশ ছাড়ের বিজ্ঞাপন দেয় এলজি-বাটারফ্লাই। তবে বাস্তবে ২ থেকে ৩ শতাংশের বেশি ছাড় দেয় না। এমন অভিযোগের ভিত্তিতে আমি যখন অভিযান পরিচালনা করি তখন তাদের লোভনীয় বিজ্ঞাপন দেখে জিজ্ঞেস করা হলে, তারা ৮ শতাংশ ছাড়ের কথা স্বীকার করেন। অথচ তাদের ক্যাশমোমো খোঁজ করে দেখা যায় তারা ৮ শতাংশ না দিয়ে ২ থেকে ৩ শতাংশ ছাড় দিচ্ছে। এরা সরাসরি ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে।

তিনি আরও বলেন, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণার সত্যতা স্বীকার করেছে এলজি-বাটারফ্লাই শোরুম কর্তৃপক্ষ। স্পষ্ট করে বিজ্ঞাপন না দেওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে ক্রেতাদের সঙ্গে কেউ এমন প্রতারণা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএআর