সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফসলের মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত ৯ জনের মধ্যে উপজেলার শিবপুর গ্রামের একই পরিবারের পাঁচজন রয়েছেন। সেই পাঁচজনের মরদেহ দেখতে গিয়ে ফেরার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হোসনা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। 

হোসনা খাতুন (৬০) পাশের এনায়েতপুর গ্রামের মল্লিকপাড়া মহল্লার শোভা আলী মল্লিকের স্ত্রী।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় বিভিন্ন গ্রাম থেকে বজ্রপাতে মৃতদের মরদেহ দেখতে আসে লোকজন। সবার মতো হোসনা খাতুনও দেখতে যান। মরদেহ দেখে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন হোসনা খাতুন। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন উল্লাপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন। তিনি বলেন, সন্ধ্যায় শিবপুর গ্রাম থেকে মরদেহ দেখে ফেরার পথে এনায়েতপুর মল্লিকপাড়া গ্রামের শোভা আলী মল্লিকের স্ত্রী হোসনা হার্টঅ্যাটাক করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়ায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়। রাত সোয়া ১১টা পর্যন্ত বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়েনি বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন উল্লাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোক নেমে এসেছে।

শুভ কুমার ঘোষ/এসপি