বাড়ির পোষা কুকুর মারা যাওয়ার শোকে নারায়ণগঞ্জে দুই বোন আত্মহত্যার চেষ্টা করেছেন। তারা দুজনই ঘুমের ওষুধ সেবন করে হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেন। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন মুকুন্দী এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুই বোনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুই বোনের মধ্যে একজনের বয়স ২৩। অরেকজনের বয়স ২১ বছর। তারা মুকুন্দী এলাকার এক পল্লীচিকিৎসকের মেয়ে। 
 
আড়াইহাজার থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে তাদের বাড়িতে পোষা কুকুর টাইগার মারা যায়। দুই বোন ওই কুকুরের মৃত্যুতে শোকাহত হন। মারা যাওয়া কুকুরটিকে তারা ভীষণ ভালোবাসতেন। কুকুরটি তিন দিন আগে মারা গেলেও তারা সেটিকে তাদের বিছানায় রেখে দেন। কুকুরটি মারা যাওয়ায় শোকে তারা ঘুমের ওষুধ খেয়ে ও হাতের রগ কেটে আত্মহত্যার চেষ্টা করেন। দুই বোন তাদের ডায়েরিতে লিখেছেন, ‘আমাদের ভাইয়ের (কুকুরের) সঙ্গে দুই বোনকে মাটি দিবা। ভাই আমাদের আদরের ছিল।’
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, পোষা কুকুর টাইগার খেলতে যেয়ে পায়ে আঘাত পায়। কুকুরটিকে তারা দুই বোন বাড়িতে রেখে চিকিৎসা ও সেবা যত্ন করছিলেন। গত তিন দিন আগে সেই কুকুরটি মারা গেলে তারা দুই বোন তাকে তাদের বিছানায় রেখে দেন। কুকুরের শোকে দুই বোন ঘুমের ট্যাবলেট খেয়ে ও হাতের রগ কেটে আত্যহত্যার চেষ্ট করেন। তাদের প্রথমে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

তিনি বলেন, দুই বোনের ডায়েরির পাশাপাশি তাদের ব্যবহৃত মুঠোফোনে প্রায় তিন মিনিটের একটি ভিডিও পাওয়া গেছে। সেখানেও একই কথা বলেছেন ওই দুই বোন। ভিডিওতে দেখা গেছে, দুই বোন মারা যাওয়া কুকুরকে নিয়ে ভিডিও করেছেন। ভিডিওতে তারা বলেছেন, ‘কুকুরটা আমাদের ভাই, সে মারা গেছে। আমরাও মারা যাব, তিনজনকে একসঙ্গে কবর দিবা।’

আরএআর