অভাবের সংসারে শেষ সম্বলটুকু বিক্রি করে সিঙ্গাপুর যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মেহেদী হাসানের (২৫) পরিবার। সংসারে সচ্ছলতা আনতে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা ছিল তার। কিন্তু সেই আশা আর পূরণ হলো না। গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদি হাসানের মৃত্যু হয়েছে। 

মেহেদী হাসান সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামের সামাদ শেখের ছেলে।

প্রতিবেশীরা জানান, অভাবের সংসারে শেষ সম্বলটুকু বিক্রি করে ও ঋণ নিয়ে সিঙ্গাপুর যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করে মেহেদী হাসানের পরিবার। মঙ্গলবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশত্যাগ করার কথা ছিল মেহেদী হাসানের। শনিবার সকালে বাড়ির বৈদ্যুতিক তার অপসারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান মেহেদী হাসান।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, ঋণগ্রস্ত হয়ে সিঙ্গাপুর যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করে মেহেদী হাসানের পরিবার। ১৩ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল তার। এরই মধ্যে ১০ সেপ্টেম্বর বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্টে মেহেদী হাসানের মৃত্যু হয়েছে। 

আরএআর