ঝিনাইদহের শৈলকুপা থেকে তিনটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাহবাড়িয়া গ্রামের মাঠের সেচ পাম্পের গভীর হাউজ থেকে মেছোবাঘ তিনটি উদ্ধার করা হয়।

বাঘ উদ্ধার কারী শওকত লস্কার জানায়, গতরাতে শাহবাড়িয়া গ্রামের মাঠে সেচ পাম্পের গভীর হাউজের ভেতরে দুই সাবকসহ তিনটি মেছোবাঘ আটকাপড়ে। সকালে সেচ পাম্পের গভীর হাউজের ভেতরে ভয়ঙ্কর গর্জনে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। বাঘের মকো ভয়ঙ্কর শব্দ শুনে বোরিং ঘরে গিয়ে, টর্চের আলোয় দুটি বাচ্চাসহ ৩টি মেছো বাঘ দেখতে পাই। পরে গর্তের ভেতরে দড়ি ফেলে তাদের উদ্ধার করা হয়। পরে শৈলকুপা বন বিভাগকে খবর দিলে তারা এসে মেছোবাঘ তিনটি নিয়ে যায়। তবে এর মধ্যে একটি বাচ্চা মারা গেছে। বাকি দুটো মেছোবাঘ ছেড়ে দেওয়া হয়েছে। 

শৈলকুপা বন বিভাগগের কর্মকর্তারা জানান, উপজেলার শাহবাড়িয়া গ্রামের মাঠে বাঘ আটকা পড়েছে এমন সংবাদ শুনে সেখানে গিয়ে দেখতে পায় সাবকছানাগুলো উদ্ধার করা হয়েছে। পরে তাদের থেকে সেগুলোকে নিয়ে অবমুক্ত করে দেওয়া হয়।

আব্দুল্লাহ আল মামুন/এমএএস