হিমেল আহমেদ

চাঁদপুরের মতলব পৌরসভার পুরোনো ফেরিঘাট এলাকার আজমেরী আবাসিক হোটেল থেকে হিমেল আহমেদ (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে হোটেলের দ্বিতীয় তলার পূর্ব পাশের ১৯নং কেবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মতলব দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

হিমেল আহমেদ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব নাউরী গ্রামের খোকন প্রধানের ছেলে। 

খোকন প্রধান বলেন, ৯ মাস আগে আমার ছেলেকে দুবাই পাঠিয়েছি। আমরা তো জানি আমাদের ছেলে দুবাই আছে। কবে বাংলাদেশে এসেছে তাও আমরা জানি না।

পুলিশ জানায়, শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে হিমেল হোটেলের দ্বিতীয় তলার পূর্ব পাশের ১৯নং কেবিনে ওঠেন। আজ দুপুরে  হোটেল বয় তার খোঁজ করতে গেলে ভেতর থেকে কক্ষের দরজা বন্ধ পান।  ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পাওয়ার দ্রুত তিনি বিষয়টি হোটেলের ম্যানেজারকে জানান। পরে ম্যানেজার বিষয়টি থানায় জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

আজমেরী আবাসিক হোটেলের ম্যানেজার বাবর আলী জানান, শনিবার রাত ৮টার দিকে ওই যুবক হোটেলের কক্ষে ওঠেন। অনেক বেলা হয়ে যাওয়ার পরও তাকে না দেখে তিনি তার খবর নিতে লোক পাঠান।

মতলব দক্ষিণ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, তাকে বিছানায় উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় পাই। এছাড়া মোবাইলে ছবি দেখে বোঝা গেছে বিদেশে তিনি গাড়ি চালাতেন।  

ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে তিনি বিষক্রিয়ায় মারা গেছেন। আমরা আইগত ব্যবস্থা নিচ্ছি। 
 
আনোয়ারুল হক/আরএআর