নারায়ণগঞ্জের একটি রেস্তোরাঁয় খাবারের অর্ডার দিয়ে খাবারের বদলে মিলেছে খালি প্যাকেট। ভোক্তার এমন অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ সুন্দরবন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের মেট্রো হল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সুন্দরবন রেস্তোরাঁয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

সেলিমুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, আমাদের কাছে একজন ভোক্তার সুনির্দিষ্ট অভিযোগ আসে। তিনি নারায়ণগঞ্জ মেট্রো হল বাসস্ট্যান্ড এলাকার সুন্দরবন নামে একটি রেস্তোরাঁয় অনলাইনে খাবার অর্ডার করলে তাকে খাবারের বদলে খালি প্যাকেট দেওয়া হয়। অভিযোগটি আমলে নিয়ে ওই রেস্তোরাঁয় অভিযানে গেলে এর সত্যতা মেলে। ভোক্তার সঙ্গে প্রতারণার অভিযোগে ওই রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
আবির শিকদার/আরএআর