সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে রোহিঙ্গাসহ ২২ জনকে আটক করেছে পুলিশ ও বিজিবি।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ বাস টার্মিনাল এলাকার পূর্ব পাশে জামাল উদ্দিনের বসতবাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১৫ জন বাংলাদেশি ৭ রোহিঙ্গা রয়েছেন। তবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) হাফিজুর রহমান। 

তিনি জানান, সমুদ্রপথে রোহিঙ্গাদের মালয়েশিয়া পাচার করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে টেকনাফ বাস টার্মিনালে যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ-বিজিবি। এ সময় ২২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৭ জন রোহিঙ্গা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

সাইদুল ফরহাদ/এসকেডি