বরিশালে একটি খেলার মাঠে মাটির ঢিবি কেটে ২৯টি ডিম উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন এ্যানিমেল ওয়েলফেয়ার অব বরিশাল। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বান্দ রোড সংলগ্ন একটি খেলার মাঠ খুঁড়ে ডিমগুলো উদ্ধার করা হয়।

সংগঠনের সমন্বয়ক সৈয়দা সাবিকুন নাহার তুবা বলেন, এখান থেকে একজন আমাদের ডিম পাওয়ার বিষয়টি জানায়। পরে তারা আমাদের ডিমগুলোর ছবি তুলে দেন। আমরা বন বিভাগের বিশেষজ্ঞদের ছবি দেখালে তারা এগুলো পদ্ম গোখরার ডিম বলে নিশ্চিত করেছে। আমরা ডিমগুলো নিয়ে বাচ্চা ফুটানোর প্রক্রিয়া সম্পন্ন করবো। ডিম ফুটলে বন বিভাগে হস্তান্তর করা হবে।

স্থানীয় বাসিন্দা মো. জামাল সিকদার বলেন, মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন চলছিল। মাঠে বৃষ্টির পানি আটকে পরায় নালা কেটে সেগুলো অপসারণ করার চেষ্টা করি। মাটি কাটার সময় দেখতে পাই সেখানে ডিম রয়েছে। ডিমগুলো সাপের ডিম সম্ভবত। ডিমগুলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে গেছে। তবে সাপ দেখিনি।

সৈয়দ মেহেদী হাসান/এমএএস