রংপুরের তারাগঞ্জে দুই বাসের সংঘর্ষে ৯ জন নিহতের ২০ দিন পর অভিযুক্ত বাসচালক দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারাগঞ্জের ইকরচালী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হাইওয়ে থানা পুলিশ। 

জানা গেছে, ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পুলিশ তাকে অনেক খোঁজাখুঁজির পর গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার দেলোয়ার কিশোরগঞ্জ জেলা সদরের রঘুনন্দন গ্রামের বাসিন্দা। তিনি জোয়ানা পরিবহনের চালক। 

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিক বৃষ্টির মধ্যে রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী জোয়ানা পরিবহনের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান। দুর্ঘটনায় আহত হন অর্ধশতাধিক যাত্রী।

এ ঘটনায় তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর থেকে আসামি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান।

ফরহাদুজ্জামান ফারুক/এসপি