পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় ধাপে ধাপে প্রস্তাবিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ক্যাম্প স্থাপন করা হবে। পাশাপাশি পর্যটনশিল্পের বিকাশে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবানের থান‌চি থানা ভবন সংলগ্ন এলাকায়‌ পুলিশের একটি রিসোর্ট উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনশিল্পের অপার সম্ভাবনাময় দুর্গম থানচিতে রাস্তাঘাটের অনেক উন্নয়ন হয়েছে। দেশের বিভন্ন এলাকা থেকে পর্যটকরা থানচিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসছেন। পর্যটকদের চাহিদা অনুযায়ী পুলিশ ট্রাস্টি বোর্ডের অধীনে মনোরম পরিবেশে থানচি থানার পাশে হাইল্যান্ডার্স পা‌র্ক অ্যান্ড রি‌সোর্ট গড়ে তুলতে পেরে অত্যন্ত খুশি লাগছে।

পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবানের থানচি থানার কাছেই বাংলাদেশ পুলিশের ট্রাস্টি বোর্ডের অর্থায়নে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ৮টি ক‌টেজ সম্বলিত হাইল্যান্ডার্স পা‌র্ক অ্যান্ড রি‌সোর্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এই রিসোর্টে সুইমিং পুল, স্থানীয় পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার, পাহাড়িদের দৃষ্টিনন্দন মাচাংঘর, কটেজ, ক্যাফে হাউস, রেস্টুরেন্ট ও পিকনিক স্পট থাকবে। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি কবির আহমেদ, বান্দরবানের পুলিশ সুপার ‌মো. তারিকুল ইসলাম, থানচি থানার ওসি সুদ্বীপ রায় প্রমুখ  উপস্থিত ছিলেন। 

আরএআর