গাইবান্ধায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট নিরঞ্জন কুমার ঘোষ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে দুপুরে গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মেহেদী হাসান গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

অ্যাডভোকেট নিরঞ্জন কুমার ঘোষ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন ২০১৭ সালে ১১ ডিসেম্বর গাইবান্ধার আমলি আদালতে মাহমুদুর রহমানকে আসামি করে মামলাটি করেন। মামলা নং ৫৮৩/১৭। দীর্ঘদিন ধরে আদালতে হাজিরা না দেওয়ায় আদালত চার্জ গঠন করে মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১ ডিসেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে অংশ নেন মাহমুদুর রহমান। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের নাতনি যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকীকে নিয়ে জনসম্মুখে মাহমুদুর রহমান আপত্তিকর কথা বলেন বলে অভিযোগ রয়েছে।

রিপন আকন্দ/আরএআর