ফাইল ছবি 

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের সামনের চাকায় ত্রুটি দেখা দেওয়ায় যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েন বিমানের ২৫ যাত্রী। পরে রাত সাড়ে ১০টার দিকে ২৫ যাত্রীকে সৈয়দপুর শহরের একটি আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টা ২৫ মিনিটে ২৫ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি (বিজি ৪৯৬) সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। এর আগে রাত ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে এ ঘটনা ঘটে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ।

তিনি বলেন, রাত ৯টায় ২৫ মিনিটে ঢাকাগামী ২৫ জন যাত্রী নিয়ে বিমানের ওই ফ্লাইটটি উড্ডয়নের সূচি ছিল। কিন্তু চাকায় ত্রুটির কারণে তা বাতিল করা হয়েছে এবং ঢাকাগামী যাত্রীদের শহরের আবাসিক হোটেলে  থাকার ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে আরেকটি ফ্লাইটে যাত্রীদের ঢাকায় পৌঁছে দেওয়া হবে।

শরিফুল ইসলাম/আরএআর