হাসপাতালে নবজাতক রেখে বাবা-মা উধাও
সাভারে নবজাতককে হাসপাতালে রেখে পালিয়েছেন বাবা-মা। ঘটনার দেড় মাস পরও হদিস মেলেনি সেই বাবা-মায়ের। জন্মের পর থেকে শিশুটির দেখাশোনা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার গণি জেনারেল হাসপাতালে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
হাসপাতালের সেবিকা মুসফিকা জাহান জিম ওই শিশুটির নাম রেখেছেন ‘জায়ান’। তবে শিশুটির বাবা-মায়ের পরিচয় গোপন রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
হাসপাতাল সূত্রে জানা যায়, গত আগস্ট মাসের মাঝামাঝিতে সন্তানসম্ভবা এক নারীকে হাসপাতালে ভর্তি করেন তার স্বামী। ১৮ আগস্ট সিজারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন ওই নারী। তবে সন্তান জন্ম দেওয়ার পর পরই তার বাবা-মা হাসপাতাল ত্যাগ করেন। তারা দেড় মাস হয়ে গেলেও হাসপাতালে সন্তানের খোঁজে আসেননি। তবে হাসপাতাল কর্তৃপক্ষই ওই শিশুর দেখাশোনা করে যাচ্ছে।
হাসপাতালের নার্স মাফিয়া বেগম বলেন, জন্মের পরই শিশুটির বাবা-মা সন্তান রেখে চলে গেছেন। আমরা হাসপাতালের কয়েকজন স্টাফ তার পরিচর্যা করে যাচ্ছি। ওই শিশুর মায়ের অভাব আমরা বুঝতে দিচ্ছি না।
বিজ্ঞাপন
এ ব্যাপারে গণি জেনারেল হাসপাতালের মালিক দুলালের স্ত্রী ডা. কাজী দিলখুশা আহমেদ বলেন, ওই নবজাতককে আমরা নিজের সন্তানের মতোই লালনপালন করছি। পরিচর্যার বিন্দুমাত্র কমতি নেই। সন্তান রেখে কী কারণে বাবা-মা পালিয়ে গেলেন-এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।
আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, ঘটনা শুনেছি। আমরা সমাজসেবা কর্মকর্তাদের কথা বলে সঙ্গে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান বলেন, এমন কোনো তথ্য আমাদের জানা নেই। আপনার কাছে বিষয়টি শুনলাম। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
মাহিদুল মাহিদ/আরএআর