জাতীয় স্মৃতিসৌধে গাছ উপড়ে পড়ে দর্শনার্থীর মৃত্যু
সাভারের জাতীয় স্মৃতিসৌধে গাছ উপড়ে পড়ে সায়মুন নামে এক দর্শনার্থী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে জাতীয় স্মৃতিসৌধের ভেতরে স্বাক্ষর পয়েন্টের পাশে এ ঘটনা ঘটে। সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সায়মুন চাঁদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি গাজীপুরে থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে এক নারীসহ ওই দর্শনার্থী স্বাক্ষর পয়েন্টের পাশে সারিবদ্ধ গাছের নিচে দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ দুটি গাছ উপড়ে পড়ে তাদের ওপর। এ সময় গুরুতর আহত হন সায়মন। তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আহত আরও একজনকে উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে- বৃষ্টিতে মাটি নরম হয়ে ওই গাছ উপড়ে পড়েছে।
বিজ্ঞাপন
মাহিদুল মাহিদ/আরএআর