খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে সম্প্রীতির কোনো অভাব নেই, সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে একটি মডেল হয়ে দাঁড়িয়ে আছে। আর এ মডেল নিয়েই আমরা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব।

মঙ্গলবার (৪ অক্টোবর)  দুপুর ২টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর বারোয়ারি দুর্গা মন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে হিন্দু, মুসলমান, বৌদ্ধ খ্রিষ্টান সবার প্রচেষ্টায় দেশ স্বাধীন হয়। এরপর থেকেই বাংলাদেশ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ধর্ম যার যার, উৎসব সবার পালন করে আসছে। দেশের ৯৯ ভাগ মানুষই অসাম্প্রদায়িকে বিশ্বাসী। তাই আওয়ামী লীগ সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে না।

শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, করোনাকালে বিগত তিন বছর জাঁকজমকভাবে পূজা উদযাপন সম্ভব হয়নি। এখন  করোনা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। আগের মতো আর মানুষের মধ্যে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক নেই। তাই এ বছর উৎসবে দর্শনার্থী বেড়েছে। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। 

আরিফুল ইসলাম রনক/এমএ