জয়পুরহাটের আক্কেলপুরে দুই ভুয়া চিকিৎসককে আটক করেছেন র‌্যাব-৫ এর সদস্যরা। এ সময় তাদের চেম্বার থেকে জাল সিল, প্রেসক্রিপশন প্যাডসহ চিকিৎসা সরমঞ্জাদি জব্দ করা হয়। বুধবার (৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‌্যাব।

এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় আক্কেলপুর এম আর সরকারি কলেজ গেট এলাকার নিজ নিজ চেম্বার থেকে দুই ভুয়া চিকিৎসককে আটক করা হয়। 

আটকরা হলেন- আক্কেলপুর উপজেলার সোনাই মাগুরা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. হারুনুর রশিদ (৪১) ও আক্কেলপুর পৌরশহরের কেশবপুর মহল্লার মৃত রজিব উদ্দিনের ছেলে মো. কায়েম উদ্দীন মন্ডল (৫৬)। 

হারুনুর রশিদ গত ১১ বছর ধরে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই মানুষের দাঁতের চিকিৎসা দিয়ে আসছিলেন। আর চিকিৎসা প্রশিক্ষণ ছাড়াই কায়েম উদ্দিন ৩২ বছর ধরে রোগীদের ওষুধ লিখে দিচ্ছিলেন। 

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় আক্কেলপুর পৌর শহরের কলেজ গেট এলাকায় হারুনুর রশিদের দন্তচিকিৎসা চেম্বার ও কায়েম উদ্দিনের চেম্বারে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন  র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা। হারুনুর রশিদ নিজস্ব চেম্বার দিয়ে দন্তচিকিৎসা আর কায়েম উদ্দিন চেম্বার খুলে দীর্ঘ দিন ধরে সব অ্যালোপ্যাথিক ওষুধ দিচ্ছিলেন। তাদের এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অর্জনের কোনো অনুমোদিত সার্টিফিকেট নেই। এসব দেখাতে পারেননি তারা। দুইজনই ভুয়া চিকিৎসক।

তাদের চেম্বার থেকে ৯টি জাল অটো সিল, ৩টি প্রেসক্রিপসন প্যাড, সাতটি ফোর্সেপ, ২টি এমালগান গান, ৬টি এলিভেটর,  ১০টি সার্জিক্যাল কাঁচি, ১৬টি  মেডিকেল যন্ত্রাংশ, ২টি চিমটা,  ৪টি ডেন্টাল মিরর, ১টি  ডেন্টাল সিরিঞ্জ , ১টি ডেন্টাল কার্টিজ, ২টি  রক্তচাপ মাপার মেশিনসহ একটি  জাল সার্টিফিকেট জব্দ করা হয়েছে। দুইজনকে আটক করে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছ। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

চম্পক কুমার/আরএআর