টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর কাছে একতা প‌রিবহ‌নের এক‌টি বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে মাইক্রোবা‌সের ওপর উঠে পড়েছে। এতে ছয়জন ‌নিহত হয়ে‌ছেন। আহত হ‌য়েছেন অন্তত ৪০ জন। বৃহস্প‌তিবার (৬ অক্টোবর) দুপুর সা‌ড়ে ১২টার‌ দি‌কে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশ‌নের কা‌ছে এ দুর্ঘটনা ঘ‌টে। তাৎক্ষ‌ণিকভাবে হতাহ‌তদের নাম-প‌রিচয় পাওয়া যায়‌নি।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপ‌ক্ষের সহকা‌রী সি‌কিউ‌রি‌টি অ্যান্ড সেফ‌টি ম‌্যা‌নেজার মো. র‌ফিকুল ইসলাম ব‌লেন, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা একতা প‌রিবহ‌নের এক‌টি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই ব্রেক ফেল ক‌রে। এতে বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ঢাকাগামী লেন থে‌কে উত্তরবঙ্গগামী লে‌নে উল্টে গি‌য়ে এক‌টি মাইক্রোবা‌সের ওপর উঠে প‌ড়ে। এতে ঘটনাস্থ‌লেই ছয়জ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে। 

এখনো উদ্ধার কার্যক্রম চল‌ছে। আহত‌দের বি‌ভিন্ন ক্লি‌নিকসহ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়েছে বলে তিনি জানান। 

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ‌ফিকুল ইসলাম ব‌লেন, মাই‌ক্রোবাস‌টি‌তে থাকা সবাই মারা গে‌ছে। উদ্ধার কার্যক্রম চল‌ছে। এখনও হতাহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি।

টাঙ্গাইলের পু‌লিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ব‌লেন, ঘটনা‌টি কীভা‌বে ঘ‌টে‌ছে সে‌টি তদন্ত করা হ‌চ্ছে। 

জেলা প্রশাসক ড. মো. আতাউল গ‌নি ব‌লেন, দুর্ঘটনায় নিহত‌দের প‌রিবার‌দের ২০ হাজার টাকা ক‌রে যাতায়া‌ত খর‌চের জন্য দেওয়া হ‌বে। এছাড়া যারা আহত র‌য়ে‌ছে তাদের চি‌কিৎসা খরচ জেলা প্রশাসন বহন করবে।

অভিজিৎ ঘোষ/আরএআর