জেলা পরিষদকে শক্তিশালী করতে যোগ্য প্রার্থীদের জয়ী করতে হবে
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডসহ সামাজিক উন্নয়ন কাজে বিস্তার ঘটাতে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এসব পরিষদে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। জেলা পরিষদ একটি শক্তিশালী পরিষদ হিসেবে গড়ে তুলতে যোগ্য প্রার্থীদের জয়ী করবেন।
শুক্রবার (০৭ অক্টোবর) জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পুরুষ সদস্য প্রার্থী তৌহিদুল ইসলাম খোকা ও নারী সদস্য প্রার্থী রওনক আরা রত্নার সমর্থনে চাঁদপুরের কচুয়া গুলবাহার আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এবং জেলা পরিষদ হচ্ছে মানুষের সেবাদানের কেন্দ্রবিন্দু। মানুষকে সেবা দিতে নিজেকে আরও বেশি প্রস্তুত করুন। দলীয় প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।
তিনি আরও বলেন, ৬ নং ওয়ার্ড কচুয়া আসন থেকে পুরুষ সদস্য পদে তৌহিদুল ইসলাম খোকা ও ২ নং ওয়ার্ড সংরক্ষিত নারী আসনের নারী নেত্রী রওনক আরা রত্না প্রার্থী হয়েছেন। এই দুই প্রার্থীর আওয়ামী লীগের রাজনীতিতে যথেষ্ট অবদান রয়েছে। তারা দলের পরীক্ষিত লোক। তাদের ত্যাগ-তিতিক্ষা অবশ্যই স্মরণীয়। তারা আপনাদের ও আমাদের প্রার্থী। তাই তাদের জয়ী করার জন্য সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।
বিজ্ঞাপন
উপজেলার ১১ নং দক্ষিণ গোহট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেনের সভাপতিত্বে ও ৮ নং কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে ই আলম রিহাতের সঞ্চালনায় নির্বাচনী সভায় বক্তব্য দেন- কচুয়া উপজেলা পরিষদের চেয়রাম্যান শাহজাহান শিশির, প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া প্রমুখ।
এসপি