ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী।

রোববার দুপুরে ফরিদপুরের নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবিরের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। 

লাবু চৌধুরী বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী এই এলাকার সংসদ সদস্য ছিলেন। নগরকান্দা ও সালথায় যা উন্নয়ন তা আমার মায়ের সময়েই হয়েছে। তার মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। আশা করছি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হতে পারব।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, লাবু চৌধুরীর স্ত্রী শাহনাজ খান, পুত্র শাভাব আকবর চৌধুরী, আওয়ামী লীগের উপকমিটির সদস্য মো. শফিউদ্দিন, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক এমপি জুয়েল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, এ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। 

সদ্য প্রয়াত সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর মৃত্যুতে সংসদীয় এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ৫ নভেম্বর সেখানে ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জহির হোসেন/ওএফ