টাঙ্গাইলে বিএনপির নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে আয়োজিত শোক র‌্যালি ছত্রভঙ্গ করেছে পুলিশ। সোমবার (১০ অক্টোবর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিএনপির নেতাকর্মীরা সমবেত হলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তিও হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ এসে তাদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

এরপর বিএনপির নেতাকর্মীরা শহরের পশ্চিম আকুরটাকুরপাড়া এলাকায় শোক র‌্যালির আয়োজন করে। এ সময় তারা র‌্যালি বের করে পশ্চিম আকুর টাকুর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।

এ সময় বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান জিন্নাহ, আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আজগর আলী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাদিউজ্জামান সোহেল, সদস্য সচিব আব্দুর রউফ, শহর বিএনপির আহ্বায়ক মেহেদী হাসান আলীম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহীন আকন্দ, সদস্য সচিব এজাজুল হক সবুজ, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা কৃষক দলের সদস্য সচিব সামীমুর রহমান খান সামীম, জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেনসহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা বিএনপি আয়োজিত শোক র‌্যালিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে। এ সময় তারা ব্যানার ছিনিয়ে নিয়ে গেছে। পুলিশ বলেছে সরকারের বিরুদ্ধে কোনো ধরনের কর্মসূচি করতে দেওয়া হবে না। পুলিশের এই ধরনের ব্যবহারে নিন্দা জানাচ্ছি।

অভিজিৎ ঘোষ/এসপি