বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান বলেছেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ হবে ইতিহাস। যা আগে কখনো এ দেশের মানুষ দেখেনি। তার প্রস্তুতি হিসেবে বিভাগীয় গণসমাবেশগুলো চলছে। তারই অংশ হিসেবে ১৫ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা কীভাবে যাবেন সেটা আপনাদের বিষয়। তবে আপনারা বিরাট উপস্থিতি নিয়ে সমাবেশ যোগ দেবেন এটাই আমার প্রত্যাশা।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে ১৫ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে শহরের জেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মশিউর রহমান আরও বলেন, ফ্যাসিস্ট সরকার জনগণের ওপর বসে আছে, তাকে সরাতে হবে। তাকে সরাতে গিয়ে ইতোমধ্যে আমাদের পাঁচজন ভাই শহীদ হয়েছেন। আমরা যদি বিভাগীয় গণসমাবেশ সফল না করি, তাহলে পাঁচজন ভাইয়ের শহীদের রক্তের সঙ্গে বেঈমানি হবে।

জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর মোল্লা, রুহুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইসরাঈল মিয়া প্রমুখ।

এসকে রাসেল/আরএআর