ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে আছিরন বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে তার কোলে থাকা দুই বছরের শিশুপুত্র সোহেল রানা। বুধবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বোয়ালমারী পৌরসভার আমগ্রাম রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছিরন বোয়ালমারী পৌরসভার শিবপুর মহল্লার টুটুল শেখের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে আছিরন বেগম তার শিশুপুত্রকে কোলে নিয়ে বাড়ির পাশে রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন। এ সময় গোপালগঞ্জের গোবরা থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটিতে কাটা পড়েন তিনি। এ সময় তার কোল থেকে শিশুপুত্র সোহেল রানা ছিটকে পড়ে আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

বোয়ালমারী রেলওয়ে স্টেশন মাস্টার মো. দেলোয়ার হোসেন বলেন, সকাল সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আ. ছাত্তার মোল্লা বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে। শিশুটিকে আহতাবস্থায় উদ্ধারের পর ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, সকালে ছেলেকে কোলে নিয়ে রেললাইনের উপর হাঁটাহাঁটি করছিলেন ওই নারী। হঠাৎ করে ট্রেন চলে আসায় কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, লাশটি থানায় এনে রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ। 

জহির হোসেন/এসপি