দিনাজপুরে আবারো একই স্থানে ট্রেন লাইনচ্যুত
দিনাজপুরের ফুলবাড়িতে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের পঞ্চম বগী লাইচ্যুত হয়েছে। পার্বতীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্রেনটি পার্বতীপুর থেকে খুলনার উদ্দেশে যাচ্ছিল। ফুলবাড়ি স্টেশনে প্রবেশের আগেই রেলক্রসিংয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাকবলিত ট্রেনের বগিটি উদ্ধার কার্যক্রম চলছে। আপাতত ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে
বিজ্ঞাপন
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ফুলবাড়ি পাবর্তীপুর রেলগুমটি লাইনচ্যুতের ঘটনা ঘটে। এতে উত্তরের ৬টি জেলার সঙ্গে ঢাকা, রাজশাহী, খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। পার্বতীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার জিয়াউল আহসান বিষয়টি ঢাকাপোস্টকে নিশ্চিত করেছেন।
জিয়াউল আহসান জানান, ট্রেনটি পার্বতীপুর থেকে খুলনার উদ্দেশে যাচ্ছিল। ফুলবাড়ি স্টেশনে প্রবেশের আগেই রেলক্রসিংয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাকবলিত ট্রেনের বগিটি উদ্ধার কার্যক্রম চলছে। আপাতত ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
এর আগে একই স্থানে সোমবার দিবাগত রাত ১টার দিকে ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুর্ঘটনাকবলিত ট্রাকের নিচে চাপা পড়ে সুশান্ত কুমার দাস (৩২) নামের গেটকিপার নিহত হন। ওই ঘটনায় রেলের সহকারী পরিবহন কর্মকর্তা আব্দুর সোবহানের নেতৃত্বে চার সদস্যর একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।
এনএ