বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে যশোরে আদ্ব-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার এবং রোটারী ক্লাব অব যশোর নকশীকাঁথার যৌথ আয়োজনে ৪০ জন দৃষ্টিহীন শিশুদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়েছে। 

শনিবার (১৫ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব যশোরে অন্ধ হাফিজিয়া মাদরাসার ৪০ জন দৃষ্টিহীন শিশুর মাঝে এসব সাদাছড়ি বিতরণ করা হয়। এ কর্মসূচিতে সহোযোগিতা করেছে সাইটসেভার্স, যশোর অন্ধ সংস্থা ও যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাব। 

দৃষ্টিহীনদের চলার পথে এ সাদাছড়ি নিরাপত্তার ভূমিকা রাখবে। এছাড়াও দৃষ্টিহীনদের সমাজে বোঝা না করে তাদের কর্মসংস্থান সৃষ্টি এবং সার্বিক কল্যাণে সব রকমের উদ্দ্যোগ গ্রহণ করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন রোটারী ক্লাবের সদস্যবৃন্দ, আদ্ব-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার ও সাইসেভার্স এর কর্মকর্তাবৃন্দ।

এ্যান্টনি দাস অপু/এমএএস