কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থীর কোলাকুলির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

তারা হলেন- কুমিল্লা জেলা পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের (বরুড়া ওয়ার্ডের) আক্তারুজ্জামান বাবু (ঘুড়ি প্রতীক) এবং জসীম উদ্দিন (হাতি প্রতীক)। তারা উভয়ই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও আক্তারুজ্জামান বাবু স্থানীয় সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী নজরুলের সমর্থক এবং জসীম উদ্দিন বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এএনএম মইনুল ইসলামের সমর্থক। ফলে দল একই হলেও দলীয় কোন্দলে তাদের মধ্যে বিরোধ চলছিল আগে থেকেই। এই ওয়ার্ডে দুজনই সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রোববার (১৬ অক্টোবর) দুপুরে ছবিটি ভাইরাল হয়। ওই ছবিতে দেখা যায়, সদস্য প্রার্থী আক্তারুজ্জামান বাবু এবং জসীম উদ্দিন একজন আরেকজনকে জড়িয়ে ধরে কোলাকুলি করছেন। দুজনের মুখেই হাসি।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (১৭ অক্টোবর) কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে রোববার বরুড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মিটিংয়ের আয়োজন করে উপজেলা প্রশাসন। তাতে ওই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটার এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিটিং শেষে উপজেলা হলরুমে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী পরস্পরকে জড়িয়ে ধরে হাসি-উল্লাসে মাতেন। এ সময় উপস্থিত কেউ একজন সেই ছবি মোবাইলে ধারণ করে ফেসবুকে পোস্ট করেন।

ভোটার উপজেলার আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন ঢাকা পোস্টকে বলেন, দুই প্রার্থীর ছবিটি আমিও আমার ফেসবুকে পোস্ট করেছি। প্রচুর মানুষ লাইক, কমেন্ট, শেয়ার করছেন। ভালো লাগছে।  দুই প্রার্থীর মনোভাব বলে দিচ্ছে ভোট উৎসবমুখর হবে।

হাতি প্রতীকের সদস্য প্রার্থী জসীম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। যত বিরোধিতাই থাকুক, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমরা সবাই একই সূত্রে গাঁথা। জয় পরাজয় যাই হোক, মেনে নিতে প্রস্তুত আছি।

অপর সদস্য প্রার্থী ঘুড়ি প্রতীকের আক্তারুজ্জামান বাবু ঢাকা পোস্টকে বলেন, আমরা দুজনই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমি চাই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হোক। ফলাফল যাই হোক মেনে নেবো।

রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার জেলা প্রশাসক কামরুল হাসান ঢাকা পোস্টকে বলেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রার্থীরাও তাদের অবস্থান থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণে সহযোগিতা করবেন বলে আশা করি।

প্রসঙ্গত, সোমবার কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ চলবে। ১৭ ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে সদস্য পদে এবং সংরক্ষিত ওয়ার্ডের একটিতে ভোটগ্রহণ হবে। চেয়ারম্যান পদে কোনো ভোটগ্রহণ হবে না। সাধারণ সদস্য পদে ১২টি ওয়ার্ড থেকে ৪৮ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের ৫টি ওয়ার্ড থেকে ১৭ জন নারী সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। জেলার ১৭টি ওয়ার্ডে মোট ভোটার ২ হাজার ৬৮০ জন। এর মধ্যে ২ হাজার ৫৩ জন পুরুষ এবং ৬২৭ জন নারী ভোটার রয়েছেন। ৮ নম্বর ওয়ার্ডে (বরুড়া) সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। এখানে মোট ভোটার ২০৯ জন।

আরিফ আজগর/এসপি