অনেক দিন পর ভালোমন্দ খেলেন বৃদ্ধাশ্রমের ২৬ বাসিন্দা
গোপালগঞ্জের হাইশুর বৃদ্ধাশ্রমের ২৬ জন প্রবীণ নারী-পুরুষকে দুই বেলা খাবার খাওয়াল স্বপ্ন ফেরিওয়ালা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার দুপুরে ও রাতে এ খাবার পরিবেশন করা হয়। এ সময় পছন্দের খাবার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আশ্রমের বাসিন্দারা।
এক প্রবীণ বলেন, অনেক দিন পর মাছ মাংস দিয়ে ভাত খেলাম। গত একমাস মন ভরে ভাত খেতে পারিনি। ছেলেদের অনেক টাকা কিন্তু আমাকে রাখার সামর্থ্য তাদের নেই। আমাকে রাস্তায় ফেলে চলে গিয়েছিল। পরে আমার এখানে ঠাঁই হয়েছে। মাঝে মধ্যে কিছু লোক এসে আমাদের ভালো-মন্দ খাবার দেয়। আমরা তখন সকলেই তৃপ্তি করে খাই।
স্বপ্ন ফেরিওয়ালা সংগঠনের সমন্বয়ক ও প্রবীণ সাংবাদিক মিজানুর রহমান মানিক বলেন, এক মানবিক পুলিশ কর্মকর্তার অর্থায়নে আমাদের এ আয়োজন। আমরা প্রতিমাসে একবার করে চেষ্টা করব এখানে এসে প্রবীণদের মুখে কিছু ভালো খাবার তুলে দেওয়ার। এছাড়া আমরা এখানকার সবাইকে এক সপ্তাহের শুকনো খাবার দেব।
বিজ্ঞাপন
হাইশুর বৃদ্ধাশ্রমের পরিচালক আশুতোষ বিশ্বাস বলেন, সম্প্রতি নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় এখানে থাকা বৃদ্ধদের আগের মতো মাছ-মাংস খাওয়াতে পারি না। মাঝে মধ্যে কিছু মানবিক মানুষ এসে তাদের এক-দু বেলা ভালো খাবারের ব্যবস্থা করেন।
আশিক জামান/এমএএস
বিজ্ঞাপন