শ্বাসকষ্টসহ নানা জটিলতা নিয়ে দীর্ঘ দিন ধরে ভুগছিলেন নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার মেয়র ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আলাউদ্দিন আলাল। মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। 

বুধবার সকালে পৌর মেয়র আলাউদ্দিন আলালের চাচা শ্বশুর রাফি জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আলাউদ্দিন আলালের জানাজার নামাজ বুধবার বিকেল ৫টায় দুর্গাপুর সুসং ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

মেয়র আলাউদ্দিন আলাল দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেনের ছেলে। তিনি গত বছর তৃতীয় ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন।

জানা গেছে, মেয়র আলাউদ্দিন আলাল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে জেলা পরিষদ নির্বাচন। এতে ১ নং ওয়ার্ড দুর্গাপুর উপজেলায় সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তার দুই স্ত্রী আনোয়ারা বেগম ও সুরমী আক্তার সুমী। নির্বাচনে তিনি ছোট স্ত্রী সুরমী আক্তারকে সমর্থন করেছিলেন এবং তিনিই বিজয়ী হয়েছেন।

জিয়াউর রহমান/এসপি