দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২৪টি স্বর্ণের বারসহ পাঁচ পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়েছে। স্বর্ণের বারগুলোর ওজন ২ কেজি ৪০০ গ্রাম। বুধবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে হিলি চেকপোস্ট থেকে কাস্টমস গোয়েন্দা সদস্যরা তাদের আটক করেন। 

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সুপারিনটেনডেন্ট সোহেল রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। 

আটককৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার বাসুদেবপুর গ্রামের নিমাই দাসের ছেলে মনোরঞ্জন দাস, একই এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে মো. ফরহাদ হোসেন, মোতালেব মোল্লার ছেলে জসিম উদ্দিন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শামসুল ইসলামের ছেলে মো. মনিরুল ইসলাম ও আজগার আলীর ছেলে মো. মতিয়ার রহমান।

হিলি স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা শোয়েব রহমান বলেন, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে পাঁচজনকে আটক করেন কাস্টমস গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরে তাদের গোয়েন্দা অফিসে নিয়ে তল্লাশি চালিয়ে শরীরে অভিনব কায়দায় রাখা ২৪টি স্বর্ণের বারসহ আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৪০০ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি  টাকা। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। 

ইমরান আলী সোহাগ/আরএআর