সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপুর বিরুদ্ধে পরিবহন সেক্টরের দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। মানববন্ধনে ৭২ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে পৌর শহরের আলফাত স্কয়ারের সামনে মানববন্ধন করেন সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি বাবুল রায়, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বুরহান উদ্দিন, যুগ্ম সম্পাদক রকিবুল আলম রুহেল, পুলক হুদা নাজমুল হক শামীম আহমদ শরিফ উদ্দিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পরিবহন শ্রমিকের নৈরাজ্য সৃষ্টি ও বেড়েই চলছে। পরিবহন বাস শ্রমিক নেতারা ইচ্ছেমতো জনগণকে জিম্মি করে চলছে। তাদের বিরুদ্ধে কথা বললে রাস্তা অবরোধ করে আন্দোলনের নামে সাধারণ মানুষকে ভোগান্তি দিয়ে থাকে। পরিবহন শ্রমিক নেতারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। ৭২ ঘণ্টার মধ্যে পরিহন সেক্টরের এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তা না হলে আমরা কেন্দ্রীয় কমিটির সঙ্গে কথা বলে আমাদের আন্দোলন আরও কঠোর করবো। সিলেট থেকে সুনামগঞ্জে কোনো পরিবহন ঢুকতে দেওয়া হবেনা। ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে অবরোধ গড়ে তোলা হবে।  

মানববন্ধন শেষে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মিথ্যা মামলা তুলে নেওয়ার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা।

প্রসঙ্গত, গত শুক্রবার বাস শ্রমিক ও স্বেচ্ছাসেবক লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুসহ ৩০ জনের ওপর দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। পরিবহন শ্রমিক নেতা আব্দুল মতিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

সোহানুর রহমান সোহান/এমএএস