জ্বালানি তেল মাপে কম দেওয়ায় চাঁদপুরের মতলব দক্ষিণে ফিলিং স্টেশনসহ দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব পৌরসভার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড দেয় প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া জানান, প্রতি ৫ লিটার অকটেন বিক্রয়ের সময় ৪৫০ মিলিলিটার, প্রতি ৫ লিটার ডিজেল বিক্রয়ের সময় ২২০ মিলিলিটার তেল ওজনে কম দেওয়া প্রমাণিত হওয়ায় নওরীন ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং প্রতি ৫ লিটার ডিজেল বিক্রয়ের সময় ৬০০ মিলিলিটার তেল ওজনে কম দেওয়া প্রমাণিত হওয়ায় পৌরসভার পৈলপাড়া এলাকার ফরহাদ স্টোরকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় বিএসটিআই জেলা পরিদর্শক মোহাম্মদ আনিছুর রহমান ও থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আনোয়ারুল হক/এমএএস