৫ লিটার ডিজেলে ৬০০ মিলিলিটার কম দেওয়ায় জরিমানা
জ্বালানি তেল মাপে কম দেওয়ায় চাঁদপুরের মতলব দক্ষিণে ফিলিং স্টেশনসহ দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব পৌরসভার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড দেয় প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া জানান, প্রতি ৫ লিটার অকটেন বিক্রয়ের সময় ৪৫০ মিলিলিটার, প্রতি ৫ লিটার ডিজেল বিক্রয়ের সময় ২২০ মিলিলিটার তেল ওজনে কম দেওয়া প্রমাণিত হওয়ায় নওরীন ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং প্রতি ৫ লিটার ডিজেল বিক্রয়ের সময় ৬০০ মিলিলিটার তেল ওজনে কম দেওয়া প্রমাণিত হওয়ায় পৌরসভার পৈলপাড়া এলাকার ফরহাদ স্টোরকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বিজ্ঞাপন
এসময় বিএসটিআই জেলা পরিদর্শক মোহাম্মদ আনিছুর রহমান ও থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আনোয়ারুল হক/এমএএস
বিজ্ঞাপন