ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ সভাপতির গাড়িতে হামলা

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতির গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার সুলতানপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ইকরাম ও মিশু নামে ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছেন। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল জানান, দুপুরে জেলা সদর থেকে একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে ১০-১৫ জন নেতাকর্মী সদর উপজেলার বরিশল গ্রামে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। সদর উপজেলার উড়শিউরা এলাকায় একটি মোটরসাইকেল তাদের গাড়ির সঙ্গে ধাক্কা লাগার উপক্রম হয়।

অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ছাত্রলীগ নেতাকর্মীরা। পরবর্তীতে ছাত্রলীগ নেতাকর্মীরা সুলতানপুর গিয়ে মোটরসাইকেল থামিয়ে আরোহী অবুঝ ও সবুজের কাছে ঘটনার কারণ জানতে চান। এ নিয়ে বাগবিতণ্ডার জেরে ওই দুই যুবকসহ আরও কয়েকজন এসে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালান। এ সময় তারা মাইক্রোবাস ও মোটরসাইকেল ভাঙচুর করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে থানায় নিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজিজুল সঞ্চয়/এএম