হিলি শুল্ক স্টেশন

নতুন করে ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানির অনুমতি পেয়েছেন ১০ আমদানিকারক। বুধবার (৩ মার্চ) বিকেলে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য হারুন উর রশিদ হারুন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দেশে চালের সংকট ও মূল্য স্বাভাবিক রাখতে সরকার আবার ভারত থেকে আমদানির সিদ্ধান্ত নিয়েছে। দেশের ৫৭টি প্রতিষ্ঠান চাল আমদানির অনুমতি পেয়েছে। এরমধ্যে আমিসহ ১০ আমদানিকারক হিলিতে চাল আমদানির অনুমতি পেয়েছি। 

হাকিমপুর (হিলি) পৌর মেয়র ও চাল আমদানিকারক জামিল হোসেন চলন্ত বলেন, দেশের ৫৭ আমদানিকারকের মধ্যে আমরা হিলি স্থলবন্দরের ১০ জন চাল আমদানির অনুমতি পেয়েছি। এলসি লাগানো হয়ে গেছে। আগামী ১ মাসের মধ্যে ভারত থেকে এলসিকৃত চাল হিলি বন্দরে এসে পৌঁছাবে।

পৌর মেয়র আরও বলেন, শর্ত মেনে চাল আমদানি করায় সরকার খুশি হয়ে দ্বিতীয় দফায় আমদানির অনুমতি দিয়েছে। অনুমোদিত ১০ প্রতিষ্ঠান এবার নতুন করে ৩০ হাজার টন চাল আমদানি করবে।

মাহাবুর রহমান/এমএসআর