হুইপ নূর-ই আলম চৌধুরীর হাতে ফুল দিয়ে আ.লীগে যোগ দেন ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল গাফফার মুন্সি

মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) দেড় হাজার নেতাকর্মী আ.লীগে যোগদান করেছেন।

বুধবার (৩ মার্চ) দুপুরে উপজেলার কাদিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল গাফফার মুন্সি সোহাগের নেতৃত্বে বিএনপির এসব নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।

মুন্সী কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের বর্ধিত ভবন উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরীর হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন।

সদ্য আওয়ামী লীগে যোগদানকৃত কাদিরপুর ইউনিয়ন যুবদলের সদস্য বোরহান উদ্দিন বলেন, বিগত ২০ বছরে বিএনপি সরকার এলাকায় কোনো উন্নয়ন করেনি। তাই আ.লীগ সরকারের উন্নয়ন দেখে দল বদলের সিদ্ধান্ত নিয়েছি।

সদ্য আওয়ামী লীগে যোগদানকৃত কাদিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল গাফফার মুন্সি সোহাগ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি সুসংগঠিত ও স্বচ্ছ রাজনৈতিক দল। আদর্শগত দিক বিবেচনা করে শিবচরের উন্নয়নের রূপকার নূর-ই-আলম চৌধুরীর সঙ্গে থেকে আজীবন আওয়ামী লীগ করে যাব এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমরা সারাজীবন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে কাজ করে যাব।

নাজমুল মোড়ল/এমএএস